বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor

বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor

বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor

চন্দ্রদ্বীপ রাজবংশের কীর্তিমান পুরুষ রাজা রামচন্দ্র শ্রীনগর মাধবপাশা চন্দ্রদ্বীপ প্রাচীন বরিশালে রাজধানী স্থায়ীভাবে প্রতিষ্ঠান করেন। রামচন্দ্র সেই রাজত্ব আর রাজবাড়ীর কোন কিছু না দেখা গেল কালের সাক্ষী হিসেবে আজও টিকে আছে কয়েকটি দিঘী।আর সেই দিঘী গুলোর মধ্যে সব থেকে বড় দিঘী হলো দূর্গা সাগর।

Read More>>দ্রুত পেট ব্যাথা কমানোর উপায়

দূর্গা সাগর  শুধু বরিশালে নয় গোটা দক্ষিণাঞ্চলের সব থেকে বড়ো  দিঘী গুলোর মধ্যে একটি। রাজবংশের রাজা শিব নারায়ন এর স্ত্রী রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে এই দীঘি খনন করেছিলেন বলে জানা যায়। আর তার নামেই নামকরণ করা হয় দূর্গা সাগর নামে। বিশালতা বোঝাতেই যোগ করা হয়েছিল সাগর শব্দটি। বহুদিন থেকেই এ অঞ্চলে বেড়াতে আসার মানুষগুলো কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে আছে দুর্গাসাগর দীঘি টি। 

বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor

পর্যটকদের ও প্রকৃত প্রেমিক দের কাছে চমৎকার একটি স্থান। আর রয়েছে দিঘীর মাঝখানে একটি বড় দ্বীপ। এ দিঘী তে শীতকালে অনেক অতিথি পাখি আসে পাখিতে অভয়ারণ্য এ এলাকা। দিঘীর পাশের সরু সরু রাস্তা ও বসার জন্য বেঞ্চ রয়েছে। বিভিন্ন ধরনের গাছ রয়েছে দিঘী চার পাশে ।

অপরূপ সুন্দর যে ঘেরা দূর্গা সাগরের প্রাকৃতির অরণ্যের একটা সুন্দর নজির  হয়ে আছে। দূর্গা সাগরের চারপাশ দিয়ে আছে শোরু রাস্তা ,  এই রাস্তার পশে পাশে বসার জন্য আছে সুব্যবস্থা , এবং জায়গায় জায়গায় করে দেওয়া করা আছে পিকনিক এসপট, প্রতি বছর দেশর বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে । প্রাকৃতিক এই সৌন্দর্য দেখে পর্যটক খুব অনুপ প্রেরিত হয়। 

বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor

এই দিঘীর দুই পাসে আছে বিশাল ঘাটলা করা । এখানে ঘুরতে আসা পর্যটকেরা এই দিঘীতে গোসল করতে অনেক পছন্দ করে। দিঘীর চার পাশে করে দেওয়া আছে ছোট ছোট টং যেখানে বসে মাছ ধরে। এক থেকে দুই মাস পর পর টিকিট বিক্রি করে দূর্গা সাগর কর্তৃপক্ষ।       

বরিশালের দর্শনীয় স্থান/Barisal Tourist Sport/ Durga Sagor  দূর্গা সগর /Durga Sagor /About Bangla দূর্গা সাগরের ইতিহাসদুর্গাসাগর দিঘী দুর্গাসাগর দিঘী বরিশালের দর্শনীয় স্থান বরিশালের দুর্গাসাগর দীঘি বরিশালের ঐতিহ্য বরিশালের দর্শনীয় স্থান বরিশালের দুর্গাসাগর দীঘি বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন 

Post a Comment

0 Comments