কুয়াকাটা সমুদ্র সৈকত / Kuakata tourist spot/About Bangla
কুয়াকাটা সমুদ্র সৈকত / Kuakata tourist spot/About Bangla |
Read More>>ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি
দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম। এখানে দেশী-বিদেশী পর্যটকদের আনাগোনা থাকে প্রায় সারা বছর। এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে সুব্যবস্থা, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাসে আছে ছোট বড়ো অনেক বিলাস বুহল হেটাল। সমুদ্রের কোল ঘেসে করা আছে অত্যধুনি মানের রিছট সেখানে বসেই আপনি দেখতে পারবেন সমুদ্রের সৈকত । প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
কুয়াকাটা সমুদ্র সৈকত আসা অথিতিদের কাছে সবথেকে পছন্দের খাবার হলো শামুদ্রিক মাছের ও সৈকতের পাসে ছোট ছোট দেকানে পায়া জায় মাছের বারবিকিউ। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে গড়ে উঠেছে ছোট বড় মার্কেট, এসব মার্কেটের রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও ঝিনুক দিয়ে বানানো মালা ও শোপিস।
Read More>>সর্বকালের সেরা ফুটবলার কে
পটুয়াখালী জেলায় অবস্থিত দেশের বৃহত্তম সমুদ্র সৈকত। অপরূপ সুন্দর্যে বৃস্তিত এই সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল আয়তন নিয়ে বিস্তৃত।
শীত-গ্রীষ্ম-বর্ষা সকল মৌসুমে ঋতুতে পাখিতে কলরব থাকে এই সমুদ্র সৈকত। তাইতো দেশি-বিদেশের অসংখ্য মানুষ এই সমুদ্র সৈকত ভ্রমণ করতে আসে।
কুয়াকাটার দর্শনীয় স্থান,
কুয়াকাটা অনেক দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে একটি হলো প্রাচীনকালের বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের ভিতরে রয়েছে ৩৭ মণ ওজনের অষ্ট ধাতুর তৈরি মূর্তি।
মন্দিরের পাশেই রয়েছে রাখাইনদের মার্কেট। কুয়াকাটা রয়েছে লাল কাঁকড়া চর। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই রয়েছে বিশাল ঝাউবাগান। এখানে ভোর বেলায় সূর্য উদয় ও সন্ধ্যায় সূর্য অস্ত দেখতে জড়ো হয় হাজার দর্শনার্থী । সমুদ্রের পশ্চিম এ রয়েছে ম্যানগ্রোভ বন এই বনকেও বলা হয় আরেকটি সুন্দরবন।
Read More>>কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম
কুয়াকাটার ইতিহাস
কুয়াকাটার এই অঞ্চলের নাম, কুয়াকাটা নাম হওয়ার পিছনে একটা ইতিহাস রয়েছে। মূলত আরাকানদের এদেশের আগোমনের সাথে জড়িয়ে আছে এই কুয়াকাটার ইতিহাস। কুয়া শব্দটি এসেছে একটি কুপ থেকে। ধারনা করা হয় ১৮ শতকের মোঘল শাসক দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এ অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে প্রচুর খাবার পানির অভাব দেখা দেয়, এরপর পানির ঘারতি পূরণ করতে এখানে কুপ খনন করে। সে খননকৃত কুপের জন্যই সেই থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা।
Read More>>বরিশালের দর্শনীয় স্থান
কুয়াকাটার কেরানিপারা হচ্ছে রাখাইনদের আদিবাসী পল্লী যেখানে তারা বসবাস করে। আলিপুর বন্দর কুয়াকাটা থেকে ৪ কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণ অঞ্চলের সবথেকে বড় মৎস্য ব্যবসায়ী কেন্দ্র আলিপুর। মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৮ কিলোমিটার পূর্বে রাখাইন ও আদিবাসী আবাস স্থল। মিশ্রিপাড়া রয়েছে একটি বৌদ্ধ বিহার যাদের রয়েছে উপমহাদেশে মধ্যে সবচেয়ে বড় একটি বৈধ মূর্তি। কুয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতির জঙ্গল অবস্থিত।
কুয়াকাটা সমুদ্র সৈকত/Kuakata Somudro Soikot/About Bangla , কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেল ভাড়া /Kuakata Somudro Soikot, কুয়াকাটা সমুদ্র সৈকত সম্পর্কে বিস্তারিত, কুয়াকাটা দর্শনীয় স্থান সমূহ, কুয়াকাটার বিখ্যাত খাবার
0 Comments