ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি - Most Football Supporter Team Bangla ! About Bangla

ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি - Most Football Supporter Team Bangla ! About Bangla 

ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি - Most Football Supporter Team Bangla ! About Bangla 


ফুটবল বিশ্বকাপে কোন দলের সাপোর্টার বেশি এই প্রশ্ন কম বেশি সবাই করে। এই প্রশ্নে উত্তর টা দিতে হলে দুই ভাবে দেওয়া যায় একটা হলো বাংলাদেশে কোন দলের সাপোর্টার বেশি, আরেকটা  হলো পূরা বিশ্বে ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি। তবে এখানে বাংলাদেশে হিসেব টা খুব আলেদা।

বাংলাদেশে  সব থেকে বেশি সাপোর্টার হলো আর্জেন্টিনা এবং ব্রাজিলের। এদেশের ফুটবল ভক্তদের অধিকাংশ ব্রাজিল এবং আর্জেন্টিনা দলকে সাপোর্ট করে এর মুল কারন হলো ব্রাজিলে আছে সবথেকে জন প্রিয় প্লেয়ার নেইমার এবং আর্জেন্টিনায় আছে লিওনাল মেসি।
এবার দেখে নেওয়া যাক ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার কোন দলে বেশি বাংলাবেশে। আর  সাপোর্টারের দিক থেকে পুরা বিশ্বে টপ টেন এর ভেতরে আছে  কোন ফুটবল দল। 


ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি বাংলাদেশে :

বাংলাদেশে ব্রজিল এবং আর্জেন্টিনার দলের সাপোর্টার সব থেকে বেশি। ব্রাজিল দলকে সাপোর্ট কারার কারন হলো ব্রাজিল এমন একটি দল যারা বিশ্বকাপে পাঁচ বার চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা বিশ্বকাপে দুইবার চ্যাম্পিয়ন হয়। 
এই দিক থেকে আর্জেন্টিনার থেকে  ব্রাজিল এগিয়ে আছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দলে ছিলো সর্বকালের সেরা প্লেয়ার ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। তবে বাংলার সাপোর্টারদের কাছে যদি প্রশ্ন করা হয় কোন দলের সাপোর্টার বেশি তাহলে যার যার পছন্দের  
দলের নাম বলবে। 

বাংলাদেশে প্রথম স্থানে আছে ব্রাজিল দলের সাপোর্টার :    

বিশ্ব ফুটবলে ব্রাজিল দলের সাপোর্টার বেশি এটা শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে  ব্রাজিল টিমের সাপোর্টার বেশি। বাংলা দেশে সাপোর্টার দিকথেকে প্রথম স্থানে আছে সর্বকালের সেরা ফুটবল দল ব্রাজিল। ব্রাজিলের দলে ছিলো সর্বকালের শের ফুটবলার কিংবদন্তি পেলে।
পেলে ছিলো একজন দুদ্রানত ফুটবল জাদুকর, প্লেয়ার সময় ব্রজিল তিন বার বিশ্বকাপ জয় করে।পেলর ছিলো একজন বিশ্ব শেরা ফুটবলার তাকে বলা হয় ফুটবলের কিং। 
ব্রাজিলি এক মাত্র দল জার বিশ্বকাপে পাঁচ বার জয় লাভ করছে,  এই দুই দিক বিবেচনায় করলে দেখা যায় বাংলাদেশে ব্রজিলের সাপোর্টার বেশি, এবং ব্রজিলে এখন বর্তমানে বিশ্বের সব থেকে জন পিয় প্লেয়ার হলো নেইমার তার দূর দান্ত খেলা দেখে বাংলার মানুষ অনুপ্রেরিত হয়। তাই  বাংলাদেশে প্রথম স্থানে আছে ব্রাজিল দলের সাপোর্টার। 



বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা দলের সাপোর্টার :

বাংলাদেশে সাপোর্টার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সর্বকালের সের ফুটবল দল, ম্যারাডোনা হাত ধরে ফুটবল বিশ্বকাপ দুইবার বিশ্বাকাপ জয় লাভ করে। ম্যারাডোনা ফুটবল খেলা বেশি ভালোবাসতেন বাংলাদেশের মানুষ। 
ম্যারাডোনা সেই জনপ্রিয়াতা ধরে রাখছে লিওনাল মেসি তিনি হলেন সবথেকে থেকে দামি এবং জনপ্রিয় খেলোয়ারদের মধ্যে একজন। ম্যারাডোনা এবং লিওনাল মেসি খেলা  পছন্দ করে বলেই বাংলাদেশে আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। এজন্য বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা দলের সাপোর্টার।


বিশ্বে ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি : 

বিশ্বে সাপোর্টার এর দিকে তাকালে দেখা জাবে পুরা ভিন্ন রকম চিত্র কারন বাংলাদেশে শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার বেশি, আর অল্প কিছু সাপোর্টার আছে জার্মানি, ফ্রান্স, ইতালি, পুর্তগাল দল গুলোর। এবার দেখে নেওয়া যাক বিশ্ব ফুটবলে টপ টেন এর ভিতরে আছে  কোন দশটি ফুটবল দল। 

প্রথম স্থানে
বর্তমান বিশ্বে বরাবরের মত ব্রাজিল দলের সাপোর্টার সব থেকে বেশি। ব্রাজিল একমাত্র দল যারা পাঁচ বার বিশ্বকাপ জয় করেছে।     এজন্য বিশ্ব ফুটবল তালিকায় ব্রাজিল আছে প্রথম স্থানে। 

দ্বিতীয় স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড

তৃতীয় স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে স্পেন

চতুর্থ স্থানে 
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে পোল্যান্ড

পঞ্চম স্থানে 
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে পঞ্চম অবস্থানে আছে জাপান

ষষ্ঠ স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ফ্রান্স 

সপ্তম স্থানে 
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে সপ্তম অবস্থানে আছে জার্মানি

অষ্টম স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয় অষ্টম অবস্থানে আছে আর্জেন্টিনা 

নবম স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে নবম অবস্থানে আছে ভিয়েতনাম 

দশম স্থানে  
বিশ্বে ফুটবল সাপোর্টারের দিক দিয়ে দশম অবস্থানে আছে আমেরিকা 


ফুটবলে কোন দলে সাপোর্টার বেশি এই নিয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ফুটবলে কোন দলে সাপোর্টার বেশি এ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করতে পারেন কমেন্টে।

ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি, Most Football Supporter Team Bangla, আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান,
argentina vs brazil 2022, ব্রাজিল-আর্জেন্টিনা, ফুটবলে কোন দলের সমর্থক বেশিবাংলাদেশে আর্জেন্টিনা সাপোর্টার কত
ব্রাজিল-আর্জেন্টিনা, কার প্রতি কত সাপটার, ফুটবলে কোন দলের সাপোর্টার বেশি বাংলাদেশে, ফুটবলে কোন দলের সমর্থক বেশি, ব্রাজিল-আর্জেন্টিনা aboutbangla.com । 

Post a Comment

0 Comments