অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

নিজেই প্রতিশোধ না নিয়ে যদি
আল্লাহর জন্য অপেক্ষা কর, 
তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

"অপেক্ষার গতি কোন কিছুর জন্য আপনার 
ইচ্ছার তীব্রতার উপর নির্ভর করে।"

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

রাত জেগে সবাই প্রেম করে না 
কেউ কেউ একরাশ ডিপ্রেশন ও
অপেক্ষা  নিয়ে কাটিয়ে দেয়।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

অপেক্ষার জন্য মানুষ তার, জীবন 
থাকে কত কিছু না হারিয়ে ফেলে।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

তুমি আমায় লিখবে ভেবে আমি আজও অপেক্ষা  করি  
তবে এই অপেক্ষার শেষ কবে জানিনা।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

অপেক্ষার প্রহর আর রাতের তারা 
গুলো গুনে কখন শেষ করা জায় না।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

চোখের পাতায়  থমকে  গেছে   সাগরের স্রোত
কি  অদ্ভুত নেশা তোমার অপেক্ষায়।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

“কখন ও কখনও একটি দিনের
অপেক্ষা বছরের মতো মনে হয়।


অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

আমি জানি সে আসবে না, কিন্তু 
তার অপেক্ষা আমাকে ব্যস্ত রাখে।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

 গন্তব্য অর্জনের জন্য 
অপেক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

তোমার প্রতিটা প্রতিশ্রুতির অপেক্ষায় ছিলাম,
কিন্তু সেই অপেক্ষা অপেক্ষাই রয়ে গেল।


অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

সময় আমাকে এতই অত্যাচার করেছিল যে তোমার অপেক্ষায়
আমি আমার আপন মানুষ থেকে দূরে সরে গেছি।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস | Opekkha Niye Status

"ধীরে ধীরে হৃদস্পন্দন বাড়তে থাকে, 
যখন অপেক্ষার সময় কমতে থাকে।"


"তুমি যদি সবার চোখে ভালো হতে চাও, 
তবে মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো।"
"কখনও কখনও একটি দিনের 
অপেক্ষা বছরের মতো মনে হয়।"


"জীবন মৃত্যুর জন্য অপেক্ষা করে, 
তবুও কেন অন্য কাউকে খুঁজে পায় না"


"স্পর্শ আনন্দ প্রায়শই অপেক্ষা করার পরেই আসে।"

"ভালোবাসার চেয়েও দুশ্চিন্তা কারো 
জন্য অপেক্ষা করছে।"

"তার আগমনের অপেক্ষা শেষ হয়নি, 
তার প্রতিটি আঘাতে তাকে খুঁজি। 


"একদিকে নীরবতা, অন্যদিকে অপেক্ষা। 
তবুও এই ভালবাসা নিজের মধ্যেই অপূর্ব।"


"কেউ একজনকে তোমার থেকেও বেশি প্রিয় মনে হয়, 
যখন তার সাথে দেখা করে তোমার অপেক্ষা শেষ হয় না।"


"তোমাকে না পেয়েও আমি স্বস্তি পেয়েছি, 
অন্তত তোমার অপেক্ষায় সময় নষ্ট করিনি।"


সর্বশক্তিমান আল্লহ কে বিশ্বাস কর,
     তিনি সঠিক সময়ে সঠিক দরজা খুলে দিবেন। 

অপেক্ষাই পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান।


সবাই এত ভালোবাসতে পারে না, 
সবাই সবার জন্য অপেক্ষা করতে পারে না।


"সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, 
তবুও কেন সে অন্য কাউকে খুঁজছে তা জানে না।"


রাতের আঁধারে দিনের আলোতেও খুঁজে পাওয়া 
যায় না এই চোখের জন্য কে অপেক্ষা করছে।
তোমার প্রতিটা প্রতিশ্রুতির অপেক্ষায় ছিলাম, 
কিন্তু সেই অপেক্ষা অপেক্ষাই রয়ে গেল।

তুমিও চেষ্টা করো আমার নামটা তোমার ঠোঁটে রাখতে, 
তুমিও চেষ্টা করো কখনো আমার জন্য অপেক্ষা করতে।


তুমি আমার সাথে দেখা কর বা না কর, 
আমি তোমার আসার অপেক্ষায় থাকব।
অনেক পথ দেখেছি, সব মিলিয়ে অপেক্ষা করতে হয়েছে, 
কিন্তু তোমার অপেক্ষার মজাই ছিল অন্য রকম।


কেউ চিরতরে জন্য অপেক্ষা করতে চায় না,
     কিন্তু আমি তোমর জন্য সারা জীবন অপেক্ষা থকবো।


তোমার জন্য আমার দীর্ঘ 
   সময় সবচেয়ে বড় আনন্দ ছিল। 

"প্রেমিক দুই প্রকার, এক যে পায়
 এবং অন্যটি যে অপেক্ষা করে।"


"সুন্দর সম্পর্কে জানি না, তবে অনেক মজা আছে, 
ভালবাসার পাশাপাশি অপেক্ষার মধ্যেও।"


আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো,
      কারন সত্যি বলতে আমি তোমায় ছাড়া আর কাউকে চাই না।  


আমি তোমার জন্য অপেক্ষা করার কারণ, 
   সত্যি বলতে আমি তোমায় ছাড়া আর কাউকে চাই না।


কখনো কখনো অপেক্ষা ,
  করাটা সবচেয়ে কঠিন হয়ে পড়ে।
সবকিছুই তার কাছে আছে তবুও সে অপেক্ষা করে,
     সে যদি  জানতো সে কিসের জন্য অপেক্ষা করছে। 

তুমি যদি তোমার জীবনের ভালবাসার মানুষ ,
 কে খুঁজে পাও তবে সেই ভালবাসাকে ধরে রাখো।


"মাঝে মাঝে যদি তুমি অপেক্ষার অস্থিরতা বোঝো, 
তবে আয়নার সামনে এসে তোমার অস্থিরতা দূর করো।"


"মানুষ সারাজীবন যে জিনিসটির 
জন্য অপেক্ষা করে তা হল মৃত্যু।"


"প্রতিটি অপেক্ষার অনুভূতি খুব সুন্দর!!"


"তোমাকে এক ঝলক দেখার জন্য আমি সারারাত চাঁদের সাথে কথা বলেছি। তুমি আমাকে দেখতে এলে না, যে আমি সারারাত তোমার অপেক্ষায় রইলাম।"

এ জীবন তোমার অপেক্ষায় আমাকে
পুরোপুরি মরতেও দেয় না।


অপেক্ষা করতে করতে পুরো এক প্রজন্ম কেটে যাবে
হয়তো তবুও আর তোমার দেখা পাব না।


বিচ্ছেদের পরেও তোমাকে ভালোবেসে
আমি তোমার অপেক্ষায় থাকি।


জানি এখন আর আমাকে মনে পড়ে না
কিন্তু আমার প্রত্যেকটা প্রহর অপেক্ষায় কাটে।


চাইলেই তোমাকে আগের মত 
ভালোবেসে আটকে রাখতে পারবো না
কিন্তু তোমার অপেক্ষায় সারা জীবন পার করে দেব।


তোমার অপেক্ষায় আমাকে
ভালো থাকতে দেয় না।


বলতে পারো,
তোমার জন্য আর কতকাল আমি অপেক্ষা করবো।


একতরফা অপেক্ষা মানুষকে
ভিতর থেকে শেষ করে দেয়।


আমার এ মস্তিষ্ক আজও তোমার অপেক্ষায়
আমাকে ঘুমাতে দেয় না।


যদি কখনো পুনর্জন্ম হয়,
তবে ওই জীবনেও আমি তোমার অপেক্ষায় থাকব।

মানুষ যখন পাথর হয়ে যায়, 
তখন সে আর কারো অপেক্ষা করে না।


কবর থেকে কেউ ফিরে আসে না ঠিকই
কিন্তু আপনজনেরা তার অপেক্ষা করে।


অপেক্ষা মানে অনিশ্চয়তা তাও  
কারো জন্য অপেক্ষা করার নাম ভালোবাসা।


অপেক্ষা হলো  শুদ্ধতম 
ভালোবাসার একটি  চিহ্ন।


অপেক্ষার প্রহর অবশ্যই  শেষ হবে
যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে।

অপেক্ষা  তার জন্য  করো যে 
অপরিচিতদের কাছে তোমার কথা বলে। 


অপেক্ষা করাটা যেমন কষ্টকর, 
ভুলে যাওয়াটাও ঠিক তেমনই কষ্টকর 
কিন্তু কোনটা করা উচিত তা বুঝতে পারা আরো  কষ্টকর।


কোন কিছু ঘটার অপেক্ষা না করে
নিজে সেটা ঘটানো বেশি উত্তম।


আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো
জানিনা এই অপেক্ষা আদৌ শেষ হওয়ার কিনা।

 
তোকে ছাড়া আমার কাটে না সময়
কিকরে বোঝাই তোকে কত করে চাই।

যে মানুষটা অপেক্ষা করতে জানে একদিন না 
একদিন তার কাছে অবকিছু ফিরে আসে।

 
সে যে তোমার অপেক্ষায় কতটা ক্লান্ত
এটি তুমি কখনো কল্পনাও করতে পারবে না।


অপেক্ষায় রইলাম সেইদিনটার যেছিন 
তুমি নিজেই বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই।


কাওকে মিস করা আর কারো, 
জন্য অপেক্ষা করা খুবই কষ্টের।


অপেক্ষা মানুষকে 
নতুন করে বাঁচতে শেখায়।

অপেক্ষাকে কখনো অভ্যাসে পরিণত হতে দেওয়া উচিৎ নয়
সপ্ন নিয়ে বাঁচা ও ঝুঁকি নেয়াতেই জীবনের সার্থকতা।


অপেক্ষায় রইলাম সেই দিনটার
যেদিন  তুমি নিজেই বলবে,
তোমাকে ছাড়া আমি ভালো নেই।


কাউকে মিস করা ও কারো 
জন্য অপেক্ষা করা খুবই কষ্টের।


অপেক্ষা মানুষকে নতুন করে
বাঁচতে শেখায়।


ভালো থাকার অপেক্ষা করতে করতে 
হয়তো একদিন মৃত্যু এসে
জীবনটাকে থামিয়ে দেবে।

অনেক সময় অপেক্ষাতেই 
পূর্ণতা প্রাপ্তি হয়। 

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস,Opekkha Niye Status,অপেক্ষা নিয়ে উক্তি,প্রতীক্ষা নিয়ে উক্তি,অপেক্ষা নিয়ে ক্যাপশন,অপেক্ষা নিয়ে কবিতা,opekkha niye caption,opekkha niye quotes

Post a Comment

0 Comments